সিলেটে পাবজি-ফ্রি ফায়ারে মগ্ন শিশু-কিশোর, উদ্বিগ্ন অভিভাবকরা!

শেয়ার করুন           ­মাঠে গিয়ে ধুলো-কাদা মাখা হয় না আর এখন, ঘেমে-নেয়ে বিকেলে খেলা শেষে বাড়ি ফেরার দৃশ্যটা আজকাল যেন হারিয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় খেলার জায়গার অভাব, পড়ার চাপ, যেমন তেমন বাইরে গেলে খারাপ হবার ভয় – কতই না অভিযোগ অভিভাবকদের! তার বদলে অভিভাবকরা বিনোদনের নামে যা তুলে দিচ্ছেন ছেলে-মেয়েদের হাতে, তার ক্ষতির পরিমাণটা তাদের ধারণারও বাইরে। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিভিন্ন  উপজেলায়  চিত্র ক্রমেই মারাত্মক হয়ে উঠছে।    সাম্প্রতিক বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই নেই কোন পড়াশোনার চাপ। অধিকাংশ ছেলে-মেয়ে সময় পার করছে ঘরে … Continue reading সিলেটে পাবজি-ফ্রি ফায়ারে মগ্ন শিশু-কিশোর, উদ্বিগ্ন অভিভাবকরা!